জ্যামের শহরে পরিণত হয়েছে নেত্রকোনা। আজ দুপুরের নেত্রকোনা থানার মোড়ের চিত্র এটি। রোড পারমিটবিহীন অবৈধ যান, লড়ি দিনের বেলায় পৌরশহরের ভিতর দিয়ে খোলা অবস্থায় কোন বাধা বিঘ্ন ছাড়াই বালি পরিবহণ করছে অনায়াসে। থানার মোড়ে এসে জন্ম দিয়েছে বিশাল জ্যামের।
.
.
অপরদিকে শহরের অলিগলি থেকে শুরু করে রাজপথের দখল আরো অনেক আগেই নিয়ে নিয়েছে ইজিবাইক। কত হাজার ইজিবাইক পৌরশহরে চলাচল করে তার সঠিক পরিসংখ্যান খুঁজে বের করতে বোধ হয় দেশের বাহির থেকে বিশেষজ্ঞ দল ভাড়া করে আনতে হবে।
.
.
যদিও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ২ হাজার ৩০০ ইজিবাইক ও ৮০০ মিশুকের লাইসেন্স দিয়েছে তারা। আরেক সমস্যা হলো, পৌর শহরের মূল সড়ক ও ফুটপাতের অনেক অংশই অবৈধভাবে দখলে নিয়েছে ব্যবসায়ীরা। সব মিলিয়ে জ্যামের শহরে রুপান্তরিত হয়েছে প্রিয় শহর নেত্রকোনা।
.
.
এমতাবস্থায় জ্যাম নিরসনে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি নজরদারি বৃদ্ধিসহ ট্রাফিক ব্যবস্থা জোরদার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নেত্রকোনার সর্বস্তরের মানুষের।
.
.
নেত্রকোনা জ্যাম রহস্য গাড়ি রাস্তা কারণ ভিডিও শহর পৌরসভা যান পরিবহণ অলিগলি রাজপথ ইজিবাইক মিশুক লাইসেন্স সড়ক ফুটপাত অবৈধ দখল ব্যবসায়ী ট্রাফিক পুলিশ নজরদারি প্রশাসন নেত্রকোনা জ্যাম রহস্য গাড়ি নেত্রকোনা শহর জ্যাম গাড়ি