দূর্গাপুর মানেই পাহাড় আর পাহাড় মানেই বিজয়পুরের আশেপাশের চিনামাটির পাহাড়গুলোকেই হাইলাইট করে আসছি এতদিন।
কিন্তু আজ দেখে এলাম অন্যরকম এক সবুজের পাহাড়।
ঠিক পাহাড় না, যেন সবুজের অরণ্য, একেবারে সবুজ পিরামিড বলেও ভাবা যায়।
বিজয়পুর যাওয়ার জন্যে সোমেশ্বরীর পাড়ে বালুর উপর বসে পাচঁটি ফেরি মিস করার পরে প্রস্তাবনা পেলাম,
“ভাই,বিজয়পুর তো গিয়েছোই অনেক,চলো অন্য একটি জায়গায় যাই”…
উল্টো ঘুরে রওয়ানা হলাম সে দিকে…
.
নেত্রকোনার সকল চাকরির খবর একসাথে পেতে এখানে ক্লিক করুন
.
দূর্গাপুর থেকে কয়েক কিঃমিঃ যাওয়ার পর পেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা।
ওমা,এত কষ্ট নিমিষেই উধাও!
একি,চারদিকে সবুজ আর সবুজ!
যেন সবুজের পিরামিড।
যাই হোক, একটু হেটে এগুতে থাকলাম পাহাড়ের গভীরে…আশেপাশে তেমন বাড়িঘর নেই।
চারদিকে ছোট ছোট পাহাড়গুলো যেন পরস্পরেরর হাত ধরে দাঁড়িয়ে আছে।
ছোট ছোট লাঠি সংগ্রহ করে চড়া শুরু করলাম পাহাড়ে।
আশেপাশে বিভিন্ন পাহাড়ি বুনো ফুল আর লজ্জাবতী গাছের ছড়াছড়ি।
এর মাঝেই আনন্দে পানি ঢালার মত খবর যে আশেপাশের লতানো গাছগুলোতে প্রচুর জোঁক!
প্রথমেই উঠি সবচেয়ে উঁচু পাহাড়টিতে।
প্রথমে মজা হলেও পরে বুঝতে পেরেছিলাম কষ্ট হচ্ছে।
কষ্ট সহ্য করে একেবারে চূড়ায় উঠার পর চারদিকে তাকিয়ে নিমিষেই সব কষ্ট শেষ।
চারদিকে সবুজের মেলা,সবুজ ক্ষেত আর পাহাড় ছাড়া কিছু দেখা যায়না।
যেন সবুজের মেলা।
.
নেত্রকোনার সকল ঘটনার ভিডিও পেতে এখানে ক্লিক করুন
.
তারপর ধপ করে বসে পড়ি।
আহ! চারদিকের সবুজ আর নির্মল বাতাস।
অসম্ভব মুহূর্ত। ভাষায় প্রকাশ করার মত না।
উঠার সময় প্ল্যান ছিলো সবগুলো পাহাড় ঘুরে অন্য দিকে নামার। কিন্তু এনার্জি আর জোকের ভয়ে সব শেষ।
ফান্দাভ্যালি দূর্গাপুর নেত্রকোনা সৌন্দর্য পাহাড় সবুজ অরণ্য ভ্রমণ ট্যুর দেখা ঘুরাঘুরি সোমেশ্বরী বিজয়পুর প্ল্যান অপরূপ পর্যটন দেখার মতো জায়গা প্রাকৃতিক নেত্রকোনা দূূর্গাপুর ফান্দা ভ্যালি নেত্রকোনা দূর্গাপুর ফান্দা ভ্যালি