নেত্রকোনা জেলাবাসীর জন্য বিআরটিসি দিচ্ছে দারুণ সব সার্ভিস। বেশ কিছুদিন ধরে এসি/নন এসি বিআরটিসি বাস নেত্রকোনা টু ঢাকা (গুলিস্তান) রোডে নিয়মিত চলাচল করছে। এছাড়াও দেশের আরো বেশ কয়েকটি জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিআরটিসি বাস। স্বল্প ভাড়ায় আকর্ষণীয় সার্ভিস দিয়ে অল্পদিনেই যাত্রীদের মন জয় করে নিয়েছে তারা। রাস্তায় বাস থামিয়ে থামিয়ে যাত্রী তোলার দৃশ্যপটও বদলে দিয়েছে বিআরটিসি।
.
“নেত্র আলাপন” এর পাঠকদের সুবিধার্তে আমরা তাদের সকল সার্ভিস ও টিকেট কাটার উপায়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
নেত্রকোনা টু রংপুর-পঞ্চগড় নন-এসি বাস:
ভায়া: মধুপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ রোড, বগুড়া, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ডুমার, দেবীগঞ্জ।
এটি গন্তব্যের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় সকাল ০৭ টা ১০ মিনিটে।
.
নেত্রকোনা টু গুলিস্তান (ঢাকা) বাস:
ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়:
নন এসি: সকাল ৪ টা ৫০ মিনিটে।
এসি: সকাল ০৬.০০টায়।
নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া বাস ঢাকা পৌছায়:
নন এসি: সকাল ৮ টা ১৫ মিনিটে।
এসি: সকাল ০৯ টা ৩০ মিনিটে।
.
ঢাকা গুলিস্তান ( ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টার ) থেকে বাসটি পুনরায় নেত্রকোনার উদ্দেশ্য ছেড়ে আসে:
নন এসি: ৯ টা ৩০ মিনিটে।
এসি: বিকাল ০৩ টা ৩০মিনিটে।
.
.
নেত্রকোনা টু ঢাকা (গুলিস্তান) বাসের
সুপারভাইজার এর নাম্বার:
নন এসি: ০১৩০১২০৬০৪৮
এসি: ০১৯৬০০১৩০১৩
.
কাউন্টারগুলোর নাম্বার:
নেত্রকোনা কাউন্টার: ০১৯১৭২২৮৯৩৯, ০১৩০২৬৫০১২৪
ঢাকা (গুলিস্তান ফুলবাড়িয়া) বিআরটিসি কাউন্টার: ০১৯১৪৯৮২১০১
রংপুর কাউন্টার: ০১৭৫৪৮৮০০৮৮, ০১৭৮৫৩৯৭৪৩৯
মধুপুর কাউন্টার: ০১৯২২৬৯৩৬৫৩
ঘাটাইল কাউন্টার: ০১৭১৩৫৭৩৬৩৬
ময়মনসিংহ কাউন্টার: ০১৭১৭২০৬১২২
.
.
বিআরটিসি বাসের টিকেট বিকাশে পেমেন্ট করেও আপনারা অগ্রীম বুকিং করতে পারবেন। অগ্রীম বুকিং করতে পেমেন্ট করতে হবে বিকাশ (০১৩০২৬৫০১২৪) নম্বরে। কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে চাইলে আপনার আসতে হবে বিএডিসি কৃষি ফার্ম (মাইক্রোস্ট্যান্ড) এর বিপরীত পাশের বিআরটিসি কাউন্টারে।
নেত্রকোনা নেত্রকোণা বাস বিআরটিসি এসি নন এসি গুলিস্তান কাউন্টার স্টপেজ সময় ভাড়া লোকেশন সার্ভিস ঢাকা রোড যাত্রী রাস্তা যোগাযোগ মোবাইল নাম্বার নম্বর টিকেট রংপুর পঞ্চগড় মধুপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ রোড, বগুড়া, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ডুমার, দেবীগঞ্জ সুপারভাইজার নেত্রকোনা বাস বিআরটিসি টিকেট পরিবহণ ময়মনসিংহ গুলিস্তান