নেত্রকোনা থেকে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মোহনগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ লোকাল, জারিয়া-ঝাঞ্জাইলগামী লোকাল ট্রেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন সময়সূচি। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
.
রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ থেকে ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটের ৭৮৯ নং আন্তঃনগর “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে দুপুর ১টা ১৫ মিনিটে, ময়মনসিংহ পোঁছাবে বিকাল ৩ টা ৪৮ মিনিটে এবং মোহনগঞ্জের উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়বে বিকাল ৪টা ০৮ মিনিটে। মোহনগঞ্জ পৌঁছাবে রাত ০৬ টা ৫০ মিনিটে।
কর্তৃপক্ষ আরো জানায়, মোহনগঞ্জ এক্সপ্রেসের পাশাপাশি মোহনগঞ্জ লোকাল ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬৪ নং “মোহনগঞ্জ লোকাল” মোহনগঞ্জ এর উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়বে দুপুর ২টা ২০মিনিটে। ২৬৩ নং “মোহনগঞ্জ লোকাল” ময়মনসিংহ এর উদ্দেশ্যে মোহনগঞ্জ ছাড়বে বিকাল ৫টা ৩৫মিনিটে।
.
.
পরিবর্তনের ছোঁয়া লেগেছে জারিয়া-ঝাঞ্জাইলগামী লোকাল ট্রেনের সময়সূচিতেও। ২৭৬ নং লোকাল ট্রেন জারিয়া-ঝাঞ্জাইলের উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়বে বিকাল ৪ টা ২০মিনিটে। ২৭৮ নং লোকাল ট্রেন জারিয়া-ঝাঞ্জাইলের উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়বে রাত ৮ টা ১৫মিনিটে। ২৭৫ নং লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে জারিয়া ছাড়বে সন্ধ্যা ৬ টা ২০মিনিটে।
জরুরী প্রয়োজনে করা এ পরিবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ থেকেই কার্যকর হবে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
.
.
আন্তঃনগর ট্রেনের ভাড়ার তালিকা:
.
🔴আন্তঃনগর হাওর এক্সপ্রেস
🔶মোহনগঞ্জ টু ঢাকা
.
শোভনঃ ১৮৫ টাকা
শোভন চেয়ারঃ ২২০ টাকা
কেবিন সিঙ্গেলঃ ২৯৫ টাকা
.
🔷মোহনগঞ্জ টু ময়মনসিংহ
.
শোভনঃ ৮৫ টাকা
শোভন চেয়ারঃ ১০৫ টাকা
কেবিন সিঙ্গেলঃ ১৪০ টাকা
.
🔴আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস
🔶মোহনগঞ্জ টু ঢাকা
.
শোভনঃ ১৮৫ টাকা
শোভন চেয়ারঃ ২২০ টাকা
এসি চেয়ারঃ ৩৭০ টাকা
কেবিন সিঙ্গেলঃ ৪৪০ টাকা
.
🔷মোহনগঞ্জ টু ময়মনসিংহ
.
শোভনঃ ৮৫ টাকা
শোভন চেয়ারঃ ১০৫ টাকা
কেবিন সিঙ্গেলঃ ২০৫ টাকা
.
🔶সাপ্তাহিক ছুটি
🔷হাওর এক্সপ্রেস- বৃহস্পতিবার
🔷মোহনগঞ্জ এক্সপ্রেস- সোমবার
.
বিঃদ্রঃ অনলাইনে টিকিট কাটলে, প্রতিটি টিকিটের সাথে ব্যাংক চার্জ ২০ টাকা যোগ হবে।
.
নেত্রকোনা ট্রেন সময়সূচি পরিবর্তন মোহনগঞ্জ এক্সপ্রেস লোকাল সময় ঢাকা ময়মনসিংহ বাংলাদেশ রেলওয়ে ভাড়া সকাল দুপুর বিকাল স্টেশন টিকেট রেল কখন ছেড়ে যায় পৌঁছায় যাত্রা শুরু যাত্রী নতুন সময়সূচি পরিবর্তন নেত্রকোনা ট্রেন সময়সূচি পরিবর্তন