আজ ১৪ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অনুষ্ঠিত নেত্রকোনা পৌরসভার নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান। জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গিয়েছে।
রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, পৌরসভার মোট ৬৭৪৬২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪১৩৫৫ জন। বাতিল হয়েছে ১০৫ জনের ভোট। মোট ৩২ টি নির্বাচনী কেন্দ্রের সবগুলোর ফলাফল হাতে আসার পর তিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
.
.
জানা যায়, ৩২ টি কেন্দ্রের লড়াইয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম খান ২৯৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯৯৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মোবাইল ফোন প্রতীক নিয়ে ১৭৯৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আজকে অনুষ্ঠিত এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলো ৩ জন প্রার্থী। বড় দলগুলোর সাথে ছোট দলগুলো প্রার্থী না দিলেও লড়াইয়ে ছিলো স্বতন্ত্র প্রার্থী। সারাদিনব্যাপী জনমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ছিলো নির্বাচনী পরিবেশ। পাওয়া যায়নি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদও।
.
.
সারাদেশই আজকে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন। নেত্রকোনা পৌরসভা নির্বাচনে বিজয়ী আলহাজ্ব মো: নজরুল ইসলাম খান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই নিয়ে তিনি তৃতীয় বারের মতো পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। তিনি জেলা শহরের চকপাড়া এলাকার ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য। তার বাবা মরহুম আব্বাছ আলী খান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএনএ এবং দুইবার নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমান মেয়র হিসাবে দাযিত্বপালন করছেন।
.
নেত্রকোনা পৌরসভা নির্বাচন মেয়র ফলাফল নজরুল মামুন রনি মোহাম্মদ আলী স্বতন্ত্র আওয়ামীলীগ বিএনপি বেসরকারি ফলাফল ভোটার ভোট বৈধ বাতিল নির্বাচনী কেন্দ্র চূড়ান্ত ফলাফল নৌকা ধানের শীষ মোবাইল ফোন তৃতীয় পরিবেশ নেত্রকোনা পৌরসভা নির্বাচন ফলাফল