প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং সংঘর্ষে বেশ কয়েকজন মুসল্লী হতাহতের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা আজ রবিবারের সারাদিনব্যাপী হরতাল নেত্রকোনায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ।
শহরেরর অনেক দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যানবাহন সীমিত আকারে চলছে। সরকার সমর্থিত পরিবহণ মালিক সমিতি হরতালের সময় দূরপাল্লার গাড়ি চালানোর ঘোষণা দিলেও কার্যত খুব বেশি সংখ্যক যানবাহন সকালে নেত্রকোনা থেকে ছেড়ে যায়নি। ট্রেন চলাচল আছে স্বাভাবিক গতিতে।
নেত্রকোনার সকল চাকরির খবর একসাথে পেতে এখানে ক্লিক করুন
সকাল ৯ টায় শহর ঘুরে দেখা যায়, নেত্রকোনার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় রিকশা ও ইজিবাইক চললেও তার সংখ্যা ছিলো নেয়াহেত কম। হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল বা এ ধরণের কর্মকান্ড ছিলো চোখে পড়ার মত। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পিকেটারদের উপস্থিতি ছিলো দেখার মতো। তারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করছিলো। দিচ্ছিলো বাহারী স্লোগান।
সকাল ১০.৩০ টার দিকে নেত্রকোনা জেলা হেফাজত নেতাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলে বিপুলসংখ্যক হেফাজত কর্মী-সমর্থক উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নেত্রকোনায় হেফাজতের কার্যালয় হিসেবে পরিচিত জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলপরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতারা। সারাদিনই হরতালের সমর্থনে মাঠে থাকার ঘোষণা দেন তারা।
নেত্রকোনা শহরে হেফাজতে ইসলামের হরতাল পালন ও মিছিলের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ব্যাংক, বীমাসহ জনগণকে সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলা থাকলেও সেখানে নেই খুব একটা মানুষের উপস্থিতি। এ রিপোর্ট প্রকাশ করা পর্যন্ত হরতালে নেত্রকোনার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নেত্রকোনা নেত্রকোণা হেফাজত হেফাজতে ইসলাম হরতাল চলছে মিছিল কর্মসূচি দোকানপাট যানবাহন গাড়ি ট্রেন পুলিশ পিকেটিং মিছিল স্লোগান মাদ্রাসা বক্তব্য অপ্রীতিকর ঘটনা নেত্রকোনায় হেফাজতের হরতাল কেমন হচ্ছে কেমন চলছে মিছিল গণমিছিল আন্দোলন নেত্রকোনায় পালিত হচ্ছে হরতাল নেত্রকোনার হরতালের খবর ভিডিও নেত্রকোনা হেফাজতে ইসলাম হরতাল মিছিল হেফাজত নেতা নেত্রকোনা নেত্রকোণা হেফাজত হরতাল