1. admin@netroalapon.com : admin :
  2. raihafntinv@gmail.com : Editor :
নেত্রকোনা জেলার সকল আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর - নেত্র-আলাপন
শুক্রবার, ২৬ মে ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

নেত্রকোনা জেলার সকল আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮১৯ Time View

পর্যটন কিংবা অন্য কোন কাজে দূরের কেউ নেত্রকোনায় এলে প্রথমেই খোঁজ করেন একটি ভালো মানের আবাসিক হোটেল। যেখানে রাতে স্বস্তিতে ঘুমানো যাবে, দূর করা যাবে শরীরের সকল ক্লান্তি। তাই সবার সুবিধার্তে আমরা নেত্রকোনার জেলার সকল আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর এখানে উপস্থাপন করেছি। আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর খুঁজতে খুঁজতে হয়রান হওয়ার দিন শেষ। এখন ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যাবেন নেত্রকোনা জেলার সকল আবাসিক হোটেলের লোকেশন ও মোবাইল নম্বর। যেকোনো মুহূর্তে নেত্রকোনা জেলার যেকোনো আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর জানতে ভিজিট করুন (netroalapon.com/residential-hotel) এই লিংকে।

★ নেত্রকোনা সদর উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। সার্কিট হাউস 
জেলা প্রশাসন,
নেত্রকোণা সার্কিট হাউজ,
জয়নগর, নেত্রকোণা
মোবাইল: ০১৭১৬২৮৪৯৮২
.

২। এলজিইডি রেস্ট হাউজ 
নির্বাহী প্রকৌশলী,
এলজিইডি, নেত্রকোণা
নেত্রকোণা সদর উপজেলা, নেত্রকোণা
ফোন: ০৯৫১-৬১৫৪৭
.

৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ
 নেত্রকোণা নির্বাহী প্রকৌশলী
নেত্রকোণা সদর, নেত্রকোণা।
ফোন: ০৯৫১-৬১৪৬৪
.

৪। পিডব্লিউডি রেস্ট হাউজ, নেত্রকোণা। 
নির্বাহী প্রকৌশলী
নেত্রকোণা সদর, নেত্রকোণা।
ফোন: ০৯৫১-৬১৮০৮
.

৫। কাচারী ডাক বাংলো, নেত্রকোণা।
 প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ
নেত্রকোনা সদর, নেত্রকোণা
ফোন: ০৯৫১-৬১৭২০
.

৬।  মদনপুর ডাক বাংলো, নেত্রকোণা। 
প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ
মদনপুর, নেত্রকোনা সদর, নেত্রকোণা।
ফোন: ০৯৫১-৬১৭২০
.

⏩ বেসরকারি আবাসন:
.

১। সাগর গেস্ট হাউজ
মালনী রোড, নেত্রকোণা।
প্রো: আব্দুল কাদির
ফোন: ৬১৩০৪
.

২। হোটেল শাহজাহান 
প্রোঃ বজলুল কবীর
তেরীবাজার,নেত্রকোণা সদর, নেত্রকোণা
মোবাইল: ০১৭১১-০৫০৯০৮
.

৩। প্রবাসী গেস্ট হাউজ
প্রোঃ জনাব মাহবুবুর রহমান খান
তেরীবাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা
মোবাইল: ০১৭৩২-১২৪৫৫৮
.

৪। হোটেল সৌরভ 
প্রোঃ জনাব মোঃ একরামুল হক
নাগড়া, নেত্রকোণা সদর, নেত্রকোণা
মোবাইল: ০১৭১৭-২২৯৫৯৯
.

৫। রিভারভিউ গেস্ট হাউজ 
প্রোঃ জনাব ফখরুল হক
মালনী রোড, নেত্রকোণা সদর, নেত্রকোণা
মোবাইল: ০১৭১১-৭৮৯৩৬৩
.

৬। হোটেল আল নুর 
প্রোঃ হোসেনুর রহমান
ছোট বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা
মোবাইল: ০১৯২৪-৮১২৪৯৫
.

৭। হোটেল ইমরান ইন্টারন্যাশনাল
প্রোঃ আব্দুস সোবান
ছোটবাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা
ফোন: ৬১৭৮৩
.

৮। নেত্রকোণা গেস্ট হাউজ 
প্রোঃ শিল্পী সাহা
পুরাতন হাসপাতাল রোড, নেত্রকোণা সদর, নেত্রকোণা
ফোন: ৬১৫৮৩

ঢাকা টু নেত্রকোনা এবং নেত্রকোনা টু ঢাকার সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি দেখুন

★ দূর্গাপুর উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী রেস্ট হাউজ
 পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী
 বিরিশিরি, দূর্গাপুর
মোবাইল: ০১৭১১২৩৪৪৭৩
.

২। জেলা পরিষদ ডাক বাংলো 
আবুল হোসেন
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৭২৫৫৭১৭৯৫
.

৩। জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেণ্টার 
এস.এম. রফিকুল ইসলাম
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৭১২৪৬৩৪৪৯
.

৪। দূর্গাপুর ডাক বাংলো, দূর্গাপুর। 
উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর।
দূর্গাপুর, নেত্রকোণা
ফোন: ০৯৫২৫৫৬০১৫
.

৫। দূর্গাপুর ডাক বাংলো, দূর্গাপুর। 
উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর।
দুর্গাপুর, নেত্রকোণা
ফোন: ০৯৫২৫৫৬০১৫
.

⏩ বেসরকারি আবাসন:
.

১। ওয়াই.ডব্লিউ.সি.এ রেস্ট হা্উজ
প্রোঃ মিসেস রুদিয়া সাংমা রুমা
বিরিশিরি, দূর্গাপুর
মোবাইল: ০১৭১১০২৭৯০১
.

২। ওয়াই এম সি এ রেস্ট হাউজ 
প্রোঃ বিপ্লব রা্ংসা
বিরিশিরি, দূর্গাপুর
মোবাইল: ০১৭৪৩৩০৬২৩০
.

৩। স্বর্ণা গেষ্ট হাউজ 
মিসেস বিনীতা দাওয়া
বিরিশিরি, দূর্গাপুর
মোবাইল: ০১৭১২২৮৪৬৯৮
.

৪। সূসং আবাসিক হোটেল
প্রোঃ মোঃ আবদুল গনি
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৯১৪৭৯১২৫৪
.

৫। হোটেল মদিনা 
প্রোঃ সরোয়ার্দি সুরুজ
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৯২৪১৮১৪৫৫
.

৬। হোটেল পুস্প 
প্রোঃ টোটন ঘোষ
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৮১৮৬৪৬৭৯৩
.

৭। হোটেল নিরালা 
প্রেঃ বিপ্লব মজুমদার
দুর্গাপুর,নেত্রকোণা
মোবাইল: ০১৭১২৭৮৬৭৯৮
.

৮। সুসাং হোটেল 
প্রোঃ আব্দুল গনি
দূর্গাপুর, নেত্রকোনা
মোবাইল: ০১৯১৪-৭৯১২৫৪
.

৯। হোটেল গুলশান
প্রোঃ মোঃ জালাল উদ্দিন তাং
দূর্গাপুর, নেত্রকোণা
মোবাইল: ০১৭১১-১৫০৮০৭
.

১০। ওয়াই.এম.সি.এ. 
সভাপতি, ওয়াই.এম.সি.এ
দূর্গাপর, নেত্রকোণা
মোবাইল: ০১৭৩১-০৩৯৭৬৯

★ কলমাকান্দা উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। কলমাকান্দা ডাক বাংলো, কলমাকান্দা।
 উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা
 কলমাকান্দা, নেত্রকোণা
ফোন: ০৯৫২৭৫৬০০১
.

⏩ বেসরকারি আবাসন:
.

১। পাপ্পু গেস্ট হাউজ 
প্রোঃ মোঃ নজুরুল ইসলাম বাচ্চু
কলমাকান্দা, নেত্রকোণা
ফোনঃ ০৯৫২৭৫৬১৮১
.

২। হোটেল সোহাগ 
প্রোঃ বাবুল তালুকদার
কলমাকান্দা, নেত্রকোণা
.

৩। হোটেল আলী উছমান
প্রোঃ মোঃ আলী উছমান
কলমাকান্দা, নেত্রকোণা।

যা ঘটলো নেত্রকোনার শাহজালাল বাসের যাত্রীদের সাথে, বিস্তারিত দেখুন

★ মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ বেসরকারি আবাসন:
.

১। আংগুর মিয়া খান হোটেল 
প্রোঃ আংগুর মিয়া
মাঘান বাজার, মোহনগঞ্জ, নেত্রকোনা ।
মোবাইল: ০১৭৪৪৯২৯৫৪১
.

২। মোহাম্মদ আলী হোটেল 
প্রোঃ মোহাম্মদ আলী (আবুনি)
গ্রাম-মাঘান, পোঃ-মাঘান,
উপজেলা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা।
মোবাইল: ০১৭৫৪৬২৫৬৮৯
.

৩। হোটেল শাপলা
প্রোঃ আব্দুল ওয়াদুদ
স্টেশন রোড, মোহনগঞ্জ, নেত্রকোণা
মোবাইল: ০১৭১২-১৩৭৬৫৯
.

৪। হোটেল পাঠান
প্রোঃ মোহসিন খান
স্টেশন রোড, মোহনগঞ্জ, নেত্রকোণা
মোবাইল: ০১৯১৬৮-৮৮৪৬০
.

★ কেন্দুয়া উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। কেন্দুয়া ডাক বাংলো, কেন্দুয়া 
উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া
কেন্দুয়া, নেত্রকোণা
ফোন: ০৯৫২৮৫৬০০১
.

২। পৌরসভা গেষ্ট হাউস 
পৌর মেয়র
পৌরভবন, কেন্দুয়া, নেত্রকোণা
মোবাইল: ০১৭১৮৭৮০৭৬০
.

⏩ বেসরকারি আবাসন:
.

১। ব্র্যাক অফিস গেষ্ট হাউস
প্রোঃ মোঃ আজহারুল ইসলাম,
ব্রাঞ্চ ম্যানাজার, কেন্দুয়া
কেন্দুয়া, নেত্রকোণা
মোবাইল: ০১৭৩০৩৪৬৯০৭

★ পূর্বধলা উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। পূর্বধলা ডাক বাংলা, পূর্বধলা। 
উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা।
পূর্বধলা, নেত্রকোনা
ফোন: ০৯৫৩২৫৬০০১
.

★ আটপাড়া উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। আটপাড়া ডাক বাংলো, আটপাড়া। 
উপজেলা নির্বাহী অফিসার,আটপাড়া
আটপাড়া, নেত্রকোণা
ফোন: ০৯৫২২৭৪০০১
.

★ মদন উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। মদন ডাক বাংলো, মদন। 
উপজেলা নির্বাহী অফিসার, মদন
মদন, নেত্রকোনা
ফোন: ০৯৫২৯৫৬০০১
.

★ খালিয়াজুরী উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল ও আবাসনের ঠিকানা এবং মোবাইল নম্বর:
.

⏩ সরকারি আবাসন:
.

১। খালিয়াজুরী ডাক বাংলো, খালিয়াজুরী
উপজেলা নির্বাহী অফিসার, খালিয়াজুরী
 খালিয়াজুরী, নেত্রকোণা
মোবাইল: ০৯৫২৬৫৬০০১
নেত্রকোনার সকল আবাসিক হোটেলের ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহের কাজটি আমরা করছি খুব দ্রুতগতিতে।  উপরোল্লিখিত তালিকায় যেসব আবাসিক হোটেলের নাম আসেনি, সেগুলোর বিস্তারিত তথ্যও আমরা কিছুদিনের মধ্যেই সংযোজন করবো ইনশাল্লাহ। আপনার পরিচিত নেত্রকোনার কোনো আবাসিক হোটেল এই লিস্টে না থাকলে, আপনি তা পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের। আমরা যথাসম্ভব তা প্রকাশ করতে চেষ্টা করবো।

উপরোল্লিখিত সকল আবাসিক হোটেলের কোনোটির সাথেই ‘নেত্র আলাপন’ সংশ্লিষ্ট নয়। ‘নেত্র আলাপন’ শুধুমাত্র পাঠকদের সুবিধার্থে এসব তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। আবাসন সংক্রান্ত কোনো ঝামেলা ও প্রতারণার দায় ‘নেত্র আলাপন’ গ্রহণ করবে না।

নেত্রকোনা আবাসিক হোটেল নেত্রকোনা ভালো মানের হোটেল ফাইভ স্টার হোটেল নেত্রকোনা পর্যটক পর্যটন হোটেল নেত্রকোনা থাকার জায়গা নেত্রকোনা আবাসিক হোটেলের তালিকা নেত্রকোনা শহরের ভালো হোটেল কোনটি লোকেশন অবস্থান কোথায় অবস্থিত ঠিকানা আবাসিক হোটেলের মোবাইল নম্বর ফোন যোগাযোগের ঠিকানা নেত্রকোনা নেত্রকোণা বারহাট্টা কলমাকান্দা দুর্গাপুর আটপাড়া কেন্দুয়া মদন মোহনগঞ্জ খালিয়াজুরী পূর্বধলা আবাসিক হোটেল রিসোর্ট মোটেল আবাসন ঠিকানা মোবাইল ফোন নম্বর ম্যানেজার বুকিং ভাড়া রাত্রিযাপন চার্জ যেভাবে যেতে হবে হোটেলে যাওয়ার উপায় যোগাযোগের উপায় হোটেলের ভাড়া কত কীভাবে বুকিং দিতে হয় হোটেল চার্জ সরকারি সরকারী আবাসিক হোটেল তালিকা গেস্টহাউস বিরিশিরি সুসং দুর্গাপুর আবাসিক হোটেল নেত্রকোনা আবাসিক হোটেল ভাড়া কোথায় ভালো হোটেল পাওয়া যায় কীভাবে হোটেলের খরচ কেমন হোটেলের মান হোটেল রুম সিঙ্গেল ডাবল এসি নন এসি খাবার নেত্রকোনা আবাসিক হোটেল ঠিকানা নেত্রকোনা আবাসিক হোটেল ঠিকানা

This Bangla article is about addresses and mobile numbers of residential hotels in Netrokona district

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 netroalapon.com
About Us |Privacy Policy | Sitemap  |Contact us  |DMCA / Copyrights Disclaimer  |Terms & Conditions
Theme Customized BY LatestNews