নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সরকারি কলেজ এর পাশে রাজধলা বিলপাড় পার্কের পাবলিক টয়লেটের এই অবস্থা দেখে মনে হচ্ছে অর্থের অভাবে হয়তো এ সঙ্গীন অবস্থা! কিন্তু আসলে কি তাই? সরকারের বিশাল বরাদ্দের পরও কাজের এ হালত কেন? সরকারি কাজে কি পরিমাণ দূর্নীতি হয় তা এ টয়লেট দেখেই অনুমান করা যায়। দুইটি টয়লেটের জন্য যে পরিমাণ ট্যাংকের দরকার তাও এইখানে দেখা যাচ্ছে না।
নেত্রকোনায় রাস্তা পরিণত হয়েছে মাছ চাষের পুকুরে
জানি এসব বলে কোন লাভ হবে না, এসব দেখার মত নেতৃত্ব আমাদের মাঝে নাই। যদি থাকত তাহলে পূর্বধলা সদর বাজারের রাস্তা নিয়ে ভোগান্তিতে পড়তে হত না। যারা আশেপাশে আছেন তারা অবশ্য বিষয়গুলো জানেন। যেকোন সময়ে ট্যাংকটি ভেঙ্গে যেতে পারে। শতকোটি টাকার উন্নয়ন এমনই হয় বুঝি?
নেত্রকোনার ইংরেজি বানান Netrokona নাকি Netrakona
নেত্রকোনা পূর্বধলা পাবলিক টয়লেটে মেরামত ট্যাংক দুর্নীতি বাজার ভোগান্তি উন্নয়ন নেত্রকোনা পূর্বধলা পাবলিক টয়লেট নেত্রকোনা পূর্বধলা পাবলিক টয়লেট