1. admin@netroalapon.com : admin :
  2. raihafntinv@gmail.com : Editor :
টাঙ্গাইলের সকল চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি - নেত্র-আলাপন
শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

টাঙ্গাইলের সকল চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি

অনুসন্ধানী প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৩০০ Time View

বেকারত্ব ঘুচাতে সবাই সন্ধান করেন একটি চাকরির। সন্তর্পণে চোখ রাখেন চাকরির খবরে কিংবা জব সার্কুলারে। কেমন হয় যদি সকল চাকরির খবর ও জব সার্কুলার একসাথে পাওয়া যায়? হ্যাঁ, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই টাঙ্গাইল জেলাবাসীর সুবিধার্থে আমরা টাঙ্গাইলের সকল চাকরির খবর, জব সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উপস্থাপন করেছি। এখন থেকে আর হণ্যে হয়ে চাকরীর খবর সন্ধান করতে হবে না আপনার। ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যাবেন টাঙ্গাইল জেলার সকল চাকরির খবর, জব সার্কুলার ও নিয়োগ বিজ্ঞপ্তি। যেকোনো মুহূর্তে টাঙ্গাইল জেলার সকল চাকরির খবর, জব সার্কুলার ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ভিজিট করুন (netroalapon.com/job-tangail) এই লিংকে।
.

★ টাঙ্গাইল জেলার সকল চাকরির খবর, জব সার্কুলার ও নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট:
.

★ টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬ টি পদে চাকরির সুযোগ
.

প্রতিষ্ঠানের নাম:
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
নগর জালফৈ, টাঙ্গাইল
.

চাকরির আবেদনের শেষ তারিখ:
৩০ ডিসেম্বর ২০২১
.

চাকরিটি যেসব স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
টাঙ্গাইল জেলা
.

চাকরিতে যেসকল পদে নিয়োগ দেওয়া হবে:
১.জব প্লেসমেন্ট অফিসার- ১জন

২. অতিথি প্রশিক্ষক (রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং)- ১জন

৩. অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটিন্যান্স)- ১ জন

৪.অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিস)- ১জন

৫. অতিথি প্রশিক্ষক (গ্রাফিক্স ডিজাইন)- ১জন

৬. অতিথি প্রশিক্ষক (ওয়েল্ডিং)- ১জন

.

চাকরির সুযোগ সুবিধাসমূহ:

বেতন:

১.জব প্লেসমেন্ট অফিসার- প্রতি কার্যদিবসে ১৫০০/- টাকা হারে। মাসিক কার্য দিবস ২৩ দিন। মোট ৩৪৫০০/- ১০% উৎস কর কর্তন করা হবে।

২. অতিথি প্রশিক্ষক (রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং), অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটিন্যান্স), অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিস), অতিথি প্রশিক্ষক (গ্রাফিক্স ডিজাইন), অতিথি প্রশিক্ষক (ওয়েল্ডিং)- প্রতি কার্যদিবসে ১২০০/- টাকা। মাসিক কার্য দিবস ২৩ দিন। সর্বমোট  ২৭৬০০/-। ১০% উৎস কর কর্তন করা হবে।
.

চাকরিতে আবেদনের যোগ্যতা:

১.জব প্লেসমেন্ট অফিসার- যে কোন বিষয়ের উপর মাস্টার্স পাশসহ/ NGO তে কর্মরত/ সংশ্লিষ্ট কাজের ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ IT জ্ঞান সম্পন্ন ।

২. অতিথি প্রশিক্ষক (রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং), অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটিন্যান্স), অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিস), অতিথি প্রশিক্ষক (গ্রাফিক্স ডিজাইন), অতিথি প্রশিক্ষক (ওয়েল্ডিং)- সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অথবা শিল্প কারখানায় দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্নদের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা। NTVQF এর আওতায় NSCL Level এ সর্বোচ্চ সনদধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
.

চাকরির আবেদন পদ্ধতি:

(১) আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত, জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ অধ্যক্ষ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল বরাবর আগামী ৩০/১২/২০২১খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

(২) প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(৩) মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি নাতনিদের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুসরণ করা হবে।

(৪) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইল এসএমএস / ই-মেইল/ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।

(৫) খামের উপর অবশ্যই পদের নাম, নিজ জেলা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

(৬) কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
.

যোগাযোগের উপায়:
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,
নগর জালফৈ, টাঙ্গাইল।
.

তথ্যসূত্র:
বাংলাদেশ প্রতিদিন-১১/১২/২০২১ (পৃঃ ২)
.
ময়মনসিংহের এ ডাক্তার বৃহস্পতিবারে দেন বিনামূল্যে চিকিৎসা

★ টাঙ্গাইলের সৃষ্টি শিক্ষা পরিবার ও সৃষ্টি ফাউন্ডেশনে ১৩১টি পদে চাকরির সুযোগ!
.

প্রতিষ্ঠানের নাম:
সৃষ্টি শিক্ষা পরিবার ও সৃষ্টি ফাউন্ডেশন,
টাঙ্গাইল
.

চাকরির আবেদনের শেষ তারিখ:
৩০ ডিসেম্বর ২০২১
.

চাকরিটি যেসব স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
টাঙ্গাইল জেলা
.

চাকরিতে যেসকল পদে নিয়োগ দেওয়া হবে:

১। সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, টাঙ্গাইল: প্রভাষক: বাংলা-২, ইংরেজি-১, পদার্থ-২, রসায়ন-১, গণিত-২, জীব বিজ্ঞান-১, আবাসিক শিক্ষক (পুরুষ): ৮জন

২। সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-২, ইংরেজি ২, গণিত-২, পদার্থ-১, রসায়ন-১, জীব বিজ্ঞান-১ আবাসিক শিক্ষক (পুরুষ): গণিত/ইংরেজি/পদার্থ/রসায়ন/জীব বিজ্ঞান-১০

৩। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, বাসা নং ২২, রোড-৫, সেক্টর-৪, উত্তরা, ঢাকা: প্রভাষক: পদার্থ-১, ইংরেজি-১, সহকারি শিক্ষক: বাংলা-১, প্রাথমিক শিক্ষক: বাংলা-১, ইংরেজি-১, গণিত-১, আবাসিক শিক্ষক (পুরুষ): বিজ্ঞান-১, ব্যবসায় শিক্ষা-১।

৪। সৃষ্টি রেসিডেন্সিসিয়াল স্কুল, টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-১, গণিত-১, ইংরেজি-১, হিসাব বিজ্ঞান-১, রসায়ন-১, শারীরিক শিক্ষা-১, আবাসিক শিক্ষক (পুরুষ): গণিত/পদার্থ/রসায়ন/ইংরেজি-২।

৫। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-১, ইংরেজি-১, গণিত-১, পদার্থ-১, হিসাব বিজ্ঞান-১।

৬। সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুল, টাঙ্গাইল: সহকারি শিক্ষক: পদার্থ-১, ইসলাম ধর্ম-১, গণিত-১, কম্পিউটার অপারেটর (পুরুষ)-১।

৭। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, বাইপাইল, বগাবাড়ী, আশুলিয়া: সহকারি শিক্ষক: আইসিটি-১, রসায়ন-১, হিসাব বিজ্ঞান-১, প্রাথমিক-২, আবাসিক শিক্ষক (পুরুষ): গণিত/বিজ্ঞান/ ইংরেজি-৩।

৮। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, সেক্টর-২, উপশহর, রাজশাহী: সহকারি শিক্ষক: গণিত-৩, প্রাথমিক শিক্ষক: ইংরেজি-৩, শারীরিক শিক্ষা-১ আবাসিক শিক্ষক (পুরুষ): গণিত/ইংরেজি/পদার্থ/রসায়ন/জীব বিজ্ঞান-৭

৯। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, কলেজ মোড়, জামালপুর: সহকারি শিক্ষক: ইংরেজি-১, হিন্দু ধর্ম-১, আবাসিক শিক্ষক (পুরুষ): ১জন।

১০। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ছায়াবিথী, জয়দেবপুর, গাজীপুর: সহকারি শিক্ষক: ইংরেজি-১, গণিত-১, পদার্থ-১, জীব বিজ্ঞান ১, হিসাব বিজ্ঞান-১, আইসিটি-১, ইসলাম ধর্ম-১, প্রাথমিক-২, আবাসিক শিক্ষক (পুরুষ)-১।

১১। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, ৩৩ মুজিব সড়ক, সিরাজগঞ্জ: সহকারি শিক্ষক: বাংলা-২, ইংরেজি-১, রসায়ন-১, পদার্থ-১, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-১।

১২। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, ১৩৯/ক, সোনাডাঙ্গা, ১ম ফেইজ, খুলনাঃ সহকারি শিক্ষক: গণিত-১, আবাসিক শিক্ষক (পুরুষ):৩

১৩। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, চক পাঠক, শেরপুর সদর, শেরপুর: আবাসিক শিক্ষক (পুরুষ): গণিত/রসায়ন/পদার্থ-১

১৪। সৃষ্টি একাডেমি টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-২, গণিত-১, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-১, পদার্থ-১, রসায়ন-১, জীব বিজ্ঞান-১, হিন্দু ধর্ম-১, আইসিটি-১

১৫। সৃষ্টি জুনিয়র্স, টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-২, গণিত-১, বিজ্ঞান-২, প্রাথমিক-২, কম্পিউটার অপারেটর-১।

১৬। সৃষ্টি কলেজ একাডেমি টাঙ্গাইল: সহকারি শিক্ষক: বাংলা-১, ইংরেজি ১, গণিত-১, জীব বিজ্ঞান-১, রসায়ন-১, পদার্থ-১, সমাজকর্ম-১, রাষ্ট্রবিজ্ঞান-১।
.

চাকরির সুযোগ সুবিধাসমূহ:

প্রারম্ভিক বেতন:

প্রভাষক-১৩০০০/- থেকে ১৮০০০/- টাকা,
সহকারি শিক্ষক ৯০০০-১৬০০০/-,
প্রাথমিক ও আবাসিক শিক্ষক ৭০০০-১০০০০/-।

চাকরির বয়স ১ বছর পূর্ণ হলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধাদি দেয়া হয়
.

চাকরিতে আবেদনের যোগ্যতা:

প্রভাষক-সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর,

সহকারি শিক্ষক-সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক/স্নাতকোত্তর,

প্রাথমিক শিক্ষক-স্নাতক/স্নাতকোত্তর,

আবাসিক শিক্ষক (পুরুষ)-স্নাতক/ স্নাতকোত্তর/সম্মান (বিজ্ঞান, ইংরেজি, গণিত) দ্বিতীয়/ তৃতীয় বর্ষ অধ্যয়নরত,

কম্পিউটার অপারেটর/ শিক্ষক-স্নাতক/স্নাতকোত্তর/ ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্নকারী।
.

চাকরির আবেদন পদ্ধতি:

(১) খামের উপরে পদ, বিষয় ও প্রতিষ্ঠানের নাম লিখে (যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন) আগামী ৩০/১২/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ক্যাম্পাসে পৌছাতে হবে।

(২) আবেদনপত্রের সাথে ২ কপি পিপি সাইজের ছবি ও সকল সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

(৩) পরীক্ষার ১ ঘন্টা পূর্বে সংশ্লিষ্ট ক্যাম্পাস হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

(৪) পরীক্ষার সময় সকল সনদের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে।
.

লিখিত ও মৌখিক পরীক্ষা:

৩১/১২/২০২১ তারিখ, শুক্রবার সকাল ১০:০০টায় একযোগে শুধুমাত্র টাঙ্গাইলের প্রতিষ্ঠানসমূহ সৃষ্টি একাডেমিক স্কুল, সুপারি বাগান রোড, টাঙ্গাইলে এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্ব স্ব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.

যোগাযোগের উপায়:
চেয়ারম্যান এন্ড এমডি,
সৃষ্টি শিক্ষা পরিবার ও সৃষ্টি ফাউন্ডেশন।
.

তথ্যসূত্র:
প্রথমআলো-১৩/১২/২১ (পৃ: ৬)

★ টাঙ্গাইলের রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ে ২টি পদে চাকরির সুযোগ!
.

প্রতিষ্ঠানের নাম:
রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়,
সখিপুর, টাঙ্গাইল
.

চাকরিতে আবেদনের শেষ তারিখ:
২৬ ডিসেম্বর ২০২১
.

চাকরিটি যেসব স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
টাঙ্গাইল জেলা
.

চাকরিতে যেসকল পদে নিয়োগ দেওয়া হবে:
৪র্থ শ্রেণির কর্মচারী নিরাপত্তাকর্মী – ১ জন
অফিস সহায়ক – ১ জন
.

চাকরির সুযোগ সুবিধাসমূহ:
সর্বশেষ সরকারি বিধি ২০২১ খ্রি. মোতাবেক

.

চাকরিতে আবেদনের যোগ্যতা:
৮ম শ্রেণি পাশ
.

চাকরির আবেদন পদ্ধতি:

সোনালী ব্যাংক সখিপুর বাজার শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নং-৬০২৪৪৩৪০২০৫৬৬ এর অনুকূলে প্রধান শিক্ষক বরাবর ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
.

যোগাযোগের উপায়:
প্রধান শিক্ষক
০১৭২৭-৬২৩৬৯০
.

তথ্যসূত্র:
সমকাল (১১/১২/২০২১)
.
সারাদেশের সকল চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে
★ টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৫টি পদে চাকরির সুযোগ!
.

প্রতিষ্ঠানের নাম:
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,
নগর জালফৈ, টাঙ্গাইল
.

চাকরিতে আবেদনের শেষ তারিখ:
৩০ ডিসেম্বর ২০২১
.

চাকরিটি যেসব স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
টাঙ্গাইল জেলা
.

চাকরিতে যেসকল পদে নিয়োগ দেওয়া হবে:

১. Driving Trainer (Guest Trainer) – ১ জন

২. Assistant Driving Trainer (Guest Trainer) – ১ জন

৩. Part Time Trainer for Auto Mechanics (Guest Trainer) – ১ জন

৪. Guest Trainer on Language (English) – ১ জন

5. Guest Trainer on Language (Arabic) – ১ জন
.

চাকরির সুযোগ সুবিধাসমূহ:

১. Driving Trainer (Guest Trainer) – প্রতি কার্যদিবসে ১৫০০/- টাকা ২২ দিন মোট-৩৩০০০/- ১০% উৎস কর কর্তন করা হবে।

২. Assistant Driving Trainer (Guest Trainer) – প্রতি কার্যদিবসে ১২০০/- টাকা ২২ দিন মোট- ২৬৪০০/- ১০% উৎস কর কর্তন করা হবে।

৩. Part Time Trainer for Auto Mechanics (Guest Trainer) – প্রতি কার্যদিবসে ১০০০/- টাকা ২২ দিন ১০% উৎস কর কর্তন করা হবে।

৪.Guest Trainer on Language (English) – ৪ মাসে ২০ টি ক্লাস। প্রতি ক্লাসে ১০০০/- টাকা। ১০% উৎস কর কর্তন করা হবে।

৫. Guest Trainer on Language (Arabic) – ৪ মাসে ১০ টি ক্লাস। প্রতি ক্লাসে ১০০০/- টাকা। ১০% উৎস কর কর্তন করা হবে।
.
চাকরিতে আবেদনের যোগ্যতা:

১. Driving Trainer (Guest Trainer) – বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং প্রশিক্ষক সনদধারীদের অগ্রাধিকার ।

২. Assistant Driving Trainer (Guest Trainer) – বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. Part Time Trainer for Auto Mechanics (Guest Trainer) – গাড়ি মেরামত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. Guest Trainer on Language (English) – সংশ্লিষ্ট ভাষার প্রশিক্ষক হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. Guest Trainer on Language (Arabic) – সংশ্লিষ্ট ভাষার প্রশিক্ষক হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
.

চাকরির আবেদন পদ্ধতি:

(১) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দৈনিক ভিত্তিতে (খণ্ডকালীন) এবং যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়া বাতিলযোগ্য। দৈনিক হাজিরার ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ হবে।

(২) আবেদনকারীকে স্বহস্তে লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে আগামী ৩০/১২/২০২১ইং তারিখ এর মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ারে অত্র কেন্দ্রে প্রেরণ করতে হবে।

(৩) নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

(৪) একাধিক যোগ্যপ্রার্থীর ক্ষেত্রে প্যানেল করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
.

যোগাযোগের উপায়:
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,
নগর জালফৈ, টাঙ্গাইল,
ফোন: ০৯২১-৬২৯২৫।
ই-মেইল: tangailttc@gmail.com.
.

তথ্যসূত্র:
যুগান্তর – ১১/১২/২০২১ (পৃ: ১২)
.

টাঙ্গাইল জেলার সকল চাকরির খবর, জব সার্কুলার ও নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহের কাজটি আমরা করছি খুব দ্রুতগতিতে। উপরোল্লিখিত তালিকায় টাঙ্গাইলের যেসকল চাকরির খবর, জব সার্কুলার ও নিয়োগ বিজ্ঞপ্তি এখনো অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোও খুব দ্রুত প্রকাশ করবো আমরা। তালিকাটি প্রতিদিনই আপডেট করা হবে।
.

উপরোল্লিখিত সকল চাকরি, জব কিংবা তাদের প্রতিষ্ঠানের সাথে “নেত্র আলাপন” কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। নেত্র আলাপন শুধুমাত্র পাঠকদের সুবিধার্থে এসব তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। কোনো ধরনের আর্থিক লেনদেন ও চাকরি সংক্রান্ত কোনোকিছুর দায় ‘নেত্র আলাপন’ গ্রহণ করবে না।
.

টাঙ্গাইল চাকরির খবর টাঙ্গাইল চাকরি টাঙ্গাইল জব সার্কুলার টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি টাঙ্গাইল চাকরির খবর 2021 টাঙ্গাইল জব নিউজ টাঙ্গাইল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ টাঙ্গাইল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2021 টাঙ্গাইল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি টাঙ্গাইল চাকরি খবর টাঙ্গাইল চাকরির বিজ্ঞপ্তি 2021 টাঙ্গাইলে এনজিও চাকরি টাঙ্গাইল পার্ট টাইম চাকরি টাঙ্গাইল জব সার্কুলার ২০২১ টাঙ্গাইল জব টাঙ্গাইল পার্ট টাইম জব টাঙ্গাইল বিশ্ববিদ্যালয় জব সার্কুলার টাঙ্গাইল মেডিকেল জব সার্কুলার টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ টাঙ্গাইল নিয়োগ টাঙ্গাইল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি টাঙ্গাইল ওয়াসা নিয়োগ চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা চাকরির পত্রিকা দৈনিক চাকরির খবর সরকারি হেলথ বেসরকারি এনজিও টাঙ্গাইল জব নিউজ ২০২১ টাঙ্গাইলের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের চাকরির খবর আজকের জব সার্কুলার টাঙ্গাইল বিভাগে চাকরির খবর এনজিও জব টাঙ্গাইল টাঙ্গাইল চাকরি চাকরির খবর জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি ভালো বেতনের চাকরি অনলাইন জব চাকরির আবেদনের শেষ সময় বেতন
টাঙ্গাইলের চাকরির সুযোগ চাকরির আবেদনের শেষ তারিখ আবেদনের যোগ্যতা আবেদন পদ্ধতি মোবাইল নম্বর যোগাযোগের ঠিকানা টাঙ্গাইলের সকল চাকরির খবর টাঙ্গাইলে চাকরি পাওয়ার উপায় নিয়ম পদ্ধতি টাঙ্গাইল জব টাঙ্গাইলে চাকরি কোথায় পাবো টাঙ্গাইলে চাকরিদাতা প্রতিষ্ঠান টাঙ্গাইল সরকারি বেসরকারি এনজিও হেলথ পরিবার পরিকল্পনা চাকরি টাঙ্গাইল চাকরির পেপার পত্রিকা চাকরির খবর সর্বশেষ আপডেট অনলাইন চাকরির খবর পত্রিকা চাকরির খবর পত্রিকা অনলাইন টাঙ্গাইল চাকরির খবর নিয়োগ টাঙ্গাইল চাকরির খবর নিয়োগ টাঙ্গাইল চাকরির খবর নিয়োগ টাঙ্গাইল চাকরির খবর নিয়োগ
.

This Bangla article is about news of all jobs, job circular and recruitment circular in Tangail district of Bangladesh.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 netroalapon.com
About Us |Privacy Policy | Sitemap  |Contact us  |DMCA / Copyrights Disclaimer  |Terms & Conditions
Theme Customized BY LatestNews